(ভিডিও সহ) সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহের ভূমি দাতা সহ ৪২ জন প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা

August 2, 2018,

স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী মৌলভীবাজারের বাসিন্দাদের সংবর্ধনা ও মতবিনিময় করলো মৌলভীবাজার পৌরসভা। অনুষ্ঠানে সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহ সম্প্রসারণ অংশে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের (১৬ শতক) ভূমি দান করায় মরহুম সৈয়দ তাহির আলী (তোতা মিয়া) কে মরণোত্তর সম্মাননা প্রদান করে মৌলভীবাজার পৌরসভা। মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট মরহুমের পুত্র সৈয়দ শাফিউল আলম কাছে তোলে দেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানে পৃথক ভাবে ক্রেষ্ট প্রদান করা হয় ওই প্রবাসী সৈয়দ শাফিউল আলমকে।
বুধবার ৩১ জুলাই রাতে মৌলভীবাজার পৌরসভার হল রুমে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। এ সময় উম্মুক্ত আলোচনায় অংশনেন প্রবাসীরা। প্রবাসীরা দেশে বিনিয়োগে নানা বাধা ও হয়রানির বিষয় তুলে ধরে পৌর মেয়রসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা চান। এসময় পৌর মেয়র তাদের সহযোগিতার বিষয়টি আশ্বস্ত করে দেশে বিনিয়োগের আহবান জানান।
ফজলুর রহমান পৌরসভাসহ দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের নানা অবদানের কথা স্মরণ করে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে তাদের এ ধারা অব্যাহত রাখারও অনুরোধ করেন এবং বৈধ্য পথে রেমিটেন্স পাঠানো ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে প্রবাসীদের আহবান জানান।
ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যেসহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের পরিবার ও তাদের পরবর্তী প্রজন্ম যাতে দেশ বিমুখ না হন এমন উদাত্ত আহবান জানিয়ে এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজনের) মৌলভীবাজার জেলা সভাপতি ডা: ছাদিক আহমদ,মৌলভীবাজার জেলা সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, মসুদ আহমদ, আলহাজ্ব আয়াস আহমদ, আসাদ হোসেন মককু, নাহিদ আহমদ, আনিসুজ্জামান বায়েস, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোতাহের আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংবাদিক হাসানাত কামাল, ইমাদ উদ দীন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা সাধারণ সম্পাদক এমদাদুর রহমান রেনু, যুবলীগ নেতা খয়েজ আহমদ প্রমুখ।
যে সকল প্রবাসীদের সাথে মতবিনিময় ও সংবর্ধিত করা হয় তারা হলেন, মোঃ জিয়াউল ইসলাম খান (কানাডা), নজরুল ইসলাম খান (ইংল্যা-), মোঃ নাজমুজ্জামান ইয়ামিন (আমেরিকা), মোঃ ফখরুজ্জামান শামীম (ইংল্যা-), রায়হান আহমদ (ইংল্যা-), সেলিম আহমদ (ইংল্যা-), বশির আহমদ (ইংল্যা-), সৈয়দ আকবর আলী (আমেরিকা), শাহজান সিরাজ (ইংল্যা-), নিলু মিয়া (ইংল্যা-), মোঃ জসিম আহমদ (ইংল্যা-), মাহমুদুর রহমান চৌধুরী তপন (ইংল্যা-), মোঃ আখলাছুর রহমান (কানাডা), সৈয়দ ফজলুল হক সেলিম (ইংল্যা-), মোঃ শামসুল হক (ইংল্যা-), আফজল চৌধুরী (ইংল্যা-), মোঃ জসিম উদ্দিন (ইংল্যা-), নজরুল ইসলাম সিহাব (ইংল্যা-), ইজাব উদ্দিন আহমেদ (ইংল্যা-), মালিক মিয়া (ইংল্যা-), জসিম উদ্দিন আহমদ (ইংল্যা-), মুহিত খান (ইংল্যা-), মোস্তাফিজুর রহমান (ইংল্যা-), সজ্জাদুর রহমান খান (ইংল্যা-), জয়নাল আহমদ শিবুল (ইংল্যা-), মোঃ মাসুম (ইংল্যা-), সানোয়ার হোসেন (ইংল্যা-), মোঃ নাজিম উদ্দিন (ইংল্যা-), মোঃ সেজুল আহমদ (ইংল্যা-), মোঃ বহলুল হোসেন (কানাডা), মাহফুজ হোসাইন তরফদার (আমেরিকা), মোঃ জাহাঙ্গীর হোসেন (ইংল্যা-), মোহাম্মদ মাহমুদ (ইংল্যা-), মোঃ ফজলুল হক (ইংল্যা-), জায়েদুল আবেদীন (কানাডা), সৈয়দ শফিউল আলম (ইংল্যা-), শাহিন আহমদ (ইংল্যা-), সৈয়দ শাহীন আহমদ (ইংল্যা-), শাহিন আহমদ (ইংল্যা-),আব্দুল মালিক (ইংল্যা-),মিরাজ আহমদ(ইংল্যা-) প্রমুখ।
মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসীদের একটি ক্রেষ্ট ও স্মারক তোলে দেওয়া হয় ও পৌরসভার পক্ষ থেকে তাদের আপ্যায়ন করানো হয়। এমন আয়োজনের জন্য প্রবাসীরা পৌরসভা কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com