ভুমি অফিসে রেকর্ড সংরক্ষনের সফটওয়ার আবিস্কার করেছেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার বিশ্বজিত পাল

April 30, 2017,

বিকুল চক্রবতী॥ শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভুমি বিশ্বজিত পাল আবিস্কার করেছেন ভুমি অফিসের রেকর্ড সংরক্ষন করে রাখার সফটওয়ার।
৩০ এপ্রিল রবিবার সন্ধায় শ্রীমঙ্গল ভুমি অফিসে ওই সফটওয়ারের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোবাশশেরুল ইসলাম, সফটওয়ারের আবিস্কারক শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভুমি বিশ্বজিত পাল ও শ্রীমঙ্গলের বিশিষ্ট সমাজ হৈতষী মনোরঞ্জন বৈদ্য।
বিশ্বজিত পালের এই সফটওয়ারের মাধ্যমে এক মিনিটের মধ্যে রেকর্ড রোম থেকে  খোঁজে বের করা যাবে প্রয়োজনীয় রেকর্ড।
বিশ্বজিত পাল জানান, রবিবার সন্ধা থেকে তার অফিসে এই সফটওয়ার চালু করা হয়েছে। তবে তার এ সফটওয়ারে পুরো ডাটা এন্টি করতে আরো কয়েকদিন সময় লাগবে।
তিনি জানান, শ্রীমঙ্গল ভুমি অফিসে প্রায় ৪০ হাজার রেকর্ড এর মধ্যে রবিবার পর্যন্ত এর ভিতরে প্রায় ১৬ হাজার ডাটা এন্টি করা হয়েছে। তার এ সফটওয়ারটি অন্য কোন ভুমি অফিস ব্যবহার করতে চাইলে তিনি তাদেরকে তা দিবেন বলেও জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোবাশশেরুল ইসলাম ইসলাম জানান, এই সফটওয়ারের আওতায় রেকর্ড রোম আসাতে অনেক শ্রমঘন্টা সাশ্রয় হবে।
এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম জানান, ভুমি অফিসের ইতিহাস পৃথিবীর প্রাচীনতম ইতিহাস। এই সফটওয়ারের মাধ্যমে দ্রুত ভুমি অফিসে সংরক্ষিত রেকর্ডের অবস্থান সম্পর্কে জানা যাবে এবং মানুষ খুব সহজেই ভুমি সংক্রান্ত বিষয়ে প্রতিকার পাবে।
এই সফটওয়ার আবিস্কারের জন্য তিনি বিশ্বজিত পালকে অভিনন্দন জানান।
পরে তিনি সফটওয়ার অনুযায়ী সজ্জিত রেকর্ড রোম ঘুড়ে দেখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com