( ভিডিও সহ ) ভুল চিকিৎসায় মৌলভীবাজারে প্রসূতি মায়ের মৃত্যু
আশরাফ আলী॥ মৌলভীবাজার শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় পপী রানী পাল (১৮) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তার স্বজনরা। পপী রানী মৃতদেহ সহকারে হাসপাতাল ঘেরাও করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সিন্টু পালের ছোট ভাই মিন্টু পাল জানান, ২৪ নভেম্বর শুক্রবার রাত ৭টায় সন্তানসম্ভাবনা পপী রানী পালকে মৌলভীবাজার শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে
নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অস্ত্রোপাচারের জন্য বলেন। রাত সাড়ে নয়টার দিকে সদর হাসপাতালের সার্জারি ডাক্তার ফারজানা হক পর্ণা অস্ত্রোপাচার করেন। অস্ত্রোপাচারের পর তার এক সন্তানের জন্ম হয়। তারপর রোগীর রক্তক্ষরণ শুরু হয়। পরে রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে ভর্তি না রেখে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরে রোগীর আত্মীয় স্বজন সিলেটের পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে আজ ভোর রাতে তার মৃত্যু হয়।
পরে রবিবার সকালে রোগীর আতœীয়স্বজন সহ এলাকাবাসী পপী রানী মৃত দেহ সহকারে হাসপাতাল ঘেরাও করলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। সে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মনোহরকোনা গ্রামের সিন্টু পালের স্ত্রী।
নুরজাহান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তোয়াহিদ আহমদ জানান, রোগীকে চিকিৎসা দিয়েছি। রোগীর রক্তক্ষরণ হয়েছে, যার জন্য রাতে আবার ডাক্তারকে এনে চিকিৎসা দেই। পরে তারা হাসপাতাল থেকে চলে যেতে চাইলে আমরা রিলিজ দেই।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহাম্মদ জানান, পপী রানীর মৃত পরিবারের কাছ থেকে নিয়ে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছেন।
মন্তব্য করুন