ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ও র্যাব-৯ সহযোগিতায় বৃহস্পতিবার ১০ নভেম্বর কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, কুলাউড়া রোড, মৌলভীবাজার রোড, রবিরবাজার রোডসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারে অবস্থিত বিসমিল্লাহ ষ্টোরকে ৪ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত দূর্জয় ষ্টোরকে ৪ হাজার টাকা, রবিরবাজার রোডে অবস্থিত ডায়মন্ড বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
মন্তব্য করুন