ভোরের কাগজের ২৫ বছর পুর্তিতে শ্রীমঙ্গলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের জানানো হয় বধ্যভূমির ইতিহাস

March 1, 2017,

বিকুল চক্রবর্তী॥ ভোরের কাগজের রজত জয়ন্তীয় উৎসবে অংশ হিসেবে শ্রীমঙ্গলে সাধুবাবার বটতলী বধ্যভূমি একাত্তরে নতুন প্রজন্মের মধ্যে বধ্যভুমির ইতিহাস বন্যনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১ মার্চ বুধবার বিকেলে অগ্নীঝড়া মার্চের শুরুতে বধ্যভুমির ঐতিহাসিক বটবৃক্ষের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন।
ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীর পরিচালনায় এ মুক্তিযুদ্ধের ইতিহাস জানা অনুষ্ঠানে অংশনেন শ্রীমঙ্গল শ্রীমঙ্গল মির্জাপুর উচ্চ বিদ্যালয়, সিন্দুর খান আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী। প্রথম দিনের অনুষ্ঠানে সাংবাদিক বিকুল চক্রবর্তী নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন এর মুক্তিযুদ্ধকালীন ইতিহাস বর্ননা করেন এবং মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন নতুন এ প্রজন্মকে সাধুবাবার বটতলী বধ্যভুমি সম্পর্কে অবহিত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক বিক্রমজিৎ বর্ধন, জয়দ্বীপ চক্রবর্তী, কাউছার আহমদ রিয়ন প্রমূখ। এর আগে শিক্ষার্থীদের নিয়ে বধ্যভূমি একাত্তর বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে পরিবেশন করেন জাতীয় সংগীত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com