ভ্রাম্যমান আদালতের অভিযান শহরে ১০ জনকে জরিমানা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ জনকে জরিমানা করেছে। সোমবার ১৬ মে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানার নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিআরটিএ-এর সহকারী পরিদর্শক মোঃ হাফিজ ও মডেল থানার এ,এস,আই দেলোয়ার।
বাংলাদেশ মটরযান অধ্যাদেশ ১৯৮৩ ইং ১৩৮, ১৫২ ও ১৫৫ ধারায় লাইসেন্স ও গাড়ির কাগজ-পত্র না থাকায় অভিযানকালে শুভ দত্ত কে ৩শ টাকা জরিমানা, আনোয়ার হোসেনকে ৫০০ টাকা, মোঃ ফয়ছল মিয়া ৫০০ টাকা, শাহিন আহমদকে ৫০০ টাকা, নিরাঞ্জন কালোয়ারকে ৫০০ টাকা, জহিরুল ইসলামকে ৩০০ টাকা, মামুন মিয়াকে ৫০০ টাকা, স্কায়ার ফার্মাসিস্ট এর প্রতিনিধি নজরুল ইসলাম ৫০০ টাকা জরিমানা করা হয়।
একই সময়ে ও ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ৪ এর ২ ধারায় প্রকাশ্যে আদালত এলাকায় ধুমপান করার দায়ে শুভ্র রায় কে ২০০ টাকা, কবির উদ্দিনকে আরো ২০০ টাকা জরিমানা করেন আদালত।
মন্তব্য করুন