মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

February 26, 2025,

হারিস মোহাম্মদ : জুড়ীতে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৫ ফেব্রুয়ারী বিদ্যালয়ের শিক্ষক মুহিবুর রহমানের পরিচালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, একাডেমিক সুপারভাইজার তাসমিনা চৌধুরী, পিটিএ সভাপতি মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় হাজী হুসনেয়ারা বেগম, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাহমুদা ইসলাম। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ সেলিম আহমদ, নাজিরা আক্তার নাজু, সমাজসেবক মজিবুর রহমান আজিজী, সাবেক শিক্ষক নুরুল ইসলাম জুবেল, দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হারিস মোহাম্মদ, জুড়ী প্রেসক্লাব সম্পাদক সাইফুল ইসলাম সুমন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শহীদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ছাত্রী তামিমা আক্তার, গীতা থেকে পাঠ করেন শুভশ্রী রায় বর্ষা, শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রী লামিয়া এবং তানিশা ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com