মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিংহ স্মরণ

March 17, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জের মাধবপুরে যথাযত মরযাদায় পালিত হয়েছে মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিংহ এর স্মরণ উৎসব। কমলগঞ্জ মনিপুরি ললিত কলা একাডেমীতে রবিবার রাতে মণিপুরী ভাষা  দিবস উপলক্ষে  শহীদ সুদেষ্ণা সিংহকে উৎসর্গ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় “মি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো” শিরোনামে কণ্ঠ শিল্পী লাভলী সিনহার একটি মৌলিক গানের মিউজিক ভিডিও এর শুভ উদ্বোধন হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুরী কমিউনিটির প্রবীণ নেতা  প্রতাপ সিংহ । বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন গৌরহরী চাটার্জী, প্রভাস সিংহ ও  উপেন্দ্র সিংহ।

মনিপুরী কৃষ্টি ও সংস্কিৃতি নিয়ে এই গানটি লিখেছেন কবি বিকাশ সিংহ ও সুর দিয়েছেন ধীরকান্ত সিংহ। অনুষ্ঠানে লাভলী সিনহা পুন:রায় পরিবেশন করেন এবং গানের সাথে কুঁড়িওগ্রাফি করে নৃত্য শিল্পী পিংকি সনহা।

এর আগে শোভাযাত্রা ও শহীদ সুদেষ্ণা সিংহ এর স্মরণে অস্থায়ী বেদী তৈরী করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com