মতলববাজরা যেন দুর্গাপূজায় সম্প্রীতি নষ্ট করতে না পারে-মাওলানা আমিনুল ইসলাম
আব্দুর রব : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, ‘সকল ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিতে বসবাস করবে। আমাদের এই অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন দীর্ঘদিনের। কিন্তু বাইরে থেকে সম্প্রীতির বন্ধন নষ্ট করার নানা ষড়যন্ত্র চলছে। তাই সম্প্রীতির এই বন্ধন যেন কোনো মতলববাজ নষ্ট করতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্ঠি রাখতে হবে।’
বুধবার ৯ অক্টোবর রাতে বড়লেখা উপজেলার তালিমপুর, দাসেরবাজার ইউনিয়ন ও বড়লেখা পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বড়লেখা পৌরসভার হাটবন্দ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য রবিউল ইসলাম সুহেল, বিশিষ্ট ব্যবসায়ী শৈলেন্দ্র দেবনাথ, সুজিত দেবনাথ, জনতা ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক পিযুষ কান্তি দাস, শিক্ষক রঞ্জিত কুমার দাস প্রমুখ।
দাসেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য রবিউল ইসলাম সুহেল, দাসেরবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারী ক্বারী আখতার হোসাইন, ৪ নং ওয়ার্ড সভাপতি হাফিজ আবু তাহের, ১ নং ওয়ার্ড সেক্রেটারি সাব্বির আহমদ, ৫ নং ওয়ার্ড সেক্রেটারি আবুল কালাম হায়দার, আরিফুল ইসলাম, আব্দুস শুক্কুর, আব্দুল্লাহ আল মাহবুব, ইকবাল হোসেন, আলাল আহমদ, রুমন আহমদ প্রমুখ।
তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার পূজামণ্ডপে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূজামণ্ডপের সভাপতি অনুকুল দাস।
কাজী রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য রবিউল ইসলাম সুহেল, তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, পূজা উদযাপন পরিষদ তালিমপুর ইউনিয়ন সভাপতি গীতেষ চন্দ্র দাস বিষু, তালিমপুর ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য সঞ্জিত দাস, তালিমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহিবুর রহমান। এসময় মুফতি মাওলানা জিয়াউল হক, সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন