আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতা দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
রোববার ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেন। এসময় ছাত্রদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয় জনতা সড়ক অবরোধে নামেন। তারা অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করার আহবান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সকল ধরনের যানবাহন আটকা পড়ে। পরে বিকাল ৫ টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব প্রাপ্ত লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ^াস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, আমার কাছে শিক্ষার্থীরা দুই দফায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। আমি সেই অভিযোগ দুটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছে দিয়েছি। তদন্ত সাপেক্ষে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও আমি শিক্ষার্থীদের আজও জানিয়েছি।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী জোনায়েদ হাসান বলেন, আমরা যখন সারাদেশের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক দফা দাবীতে আন্দোলন করি, ঠিক সেই মুহুত্বে দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক আওয়ামীলীগের লোকজন নিয়ে ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গল চৌমুহনায় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেন। সেদিন যদি কোন শিক্ষার্থী চৌমুহনায় আসতো তাহলে সেও রক্তাক্ত হতো। যে শিক্ষক ছাত্রদের পাশে না থেকে ছাত্রদের বিপক্ষে যায় সেই শিক্ষক এখনো কিভাবে বহাল তবিয়তে রাজত্ব করছেন। আমরা এধরনের স্বৈরাচারী শিক্ষকদের অপসারণ চাই।
আন্দোলনে অংশ নেয়া শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। কিন্তু এখনো আওয়ামীলীগের দুসররা বিভিন্ন স্থানে রয়ে গেছে। ছাত্রদের আন্দোলন দমন করতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পপাদক সৈয়দ মনসুরুল হক তার দলের লোকজন নিয়ে ছাত্রদের বিরুদ্ধে শ্রীমঙ্গল শহরে নিয়েছিলেন।
এর আগে ছাত্ররা দুই দফায় অধ্যক্ষ মনসুরুল হকের বিরুদ্ধে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেন। উনার পদত্যাগ দাবী করেন। তারপরও উনি পদত্যাগ না করায় আজ প্রথমে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করেন। পরে তারা শ্রীমঙ্গল চৌমুহনায় সড়কে অবস্থান করে সড়ক অবরোধ করেন।
মন্তব্য করুন