মনু নদীতে গোসলে নেমে ডু*বে যাওয়া জিসানের লা*শ উদ্ধার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার থানাবাজার সংলগ্ন মমরুজপুর খেয়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় ১৪ বছর বয়সী কিশোর জিসান আহমদ। একই সঙ্গে নদীতে নামা আরও দুইজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও জিসান স্রোতের টানে তলিয়ে যায়। নিখোঁজের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান চালায়। টানা চার ঘণ্টার প্রচেষ্টার পর জিসানের লাশ উদ্ধার করতে সক্ষম হয় তারা। ঘটনাটি ঘটে ২৪ মার্চ সোমবার দুপুরে।
পরিবারের স্বপ্ন ভেঙে গেলো ঈদের আগেই আসন্ন ঈদুল ফিতরের জন্য জিসানের নতুন জামাকাপড় কেনা হয়েছিল, আর আজই সে সেলুনে গিয়ে চুল কাটে। নতুন সাজে ঈদের আনন্দ উপভোগের প্রস্তুতি নিচ্ছিল সে। কিন্তু সেই আনন্দ আর দেখা হলো না, সেদিনই প্রাণ গেল মনু নদীর জলে।
ঘটনার পর থেকে জিসানের পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে শিশু-কিশোরদের নদীতে সতর্কতার সঙ্গে নামার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য করুন