মনু প্রকল্পের ভেতর জলাবদ্ধতা : পাম্প চালু না রাখায় রাজনগরে পানিবন্দি অর্ধশত গ্রাম

July 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পানি নিষ্কাশন এর অভাবে হাওর পাড়ের ৫০ টি গ্রামে সৃষ্ট জলাবদ্ধতায় মানুষ পানিবন্দি।
তীব্র বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলেও এখন তা বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু কাউয়াদিঘী হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার, মুন্সিবাজার ইউনিয়ন, উত্তরভাগ ইউনিয়ন, ফতেহপুর ইউনিয়ন ও পাঁচগাও ইউনিয়নে পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে অর্ধশতাধিক গ্রামের রাস্তাঘাট বসতবাড়ি ডুবা জলমগ্ন। এতে জনসাধারণের পাশাপাশি বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা।
মনু প্রকল্পের কাশিমপুর পাম্প হাউজের সবকটি পাম্প সচল না থাকায় হাওরের পানি বৃদ্ধি থামছে না। নিরবিচ্ছিন্ন পাম্প হাউজের ৮ টি পাম্প সচল রেখে সেচের মাধ্যমে কুশিয়ারা নদীতে পানি নিষ্কাশনের দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি দিয়েছেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) এম এ হান্নান বলেন, চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় দিনে ১টি ও রাতে ৮টি পাম্প দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে, বিদ্যুৎ সমস্যা না থাকলে ২৪ ঘন্টা সবগুলো পাম্প দিয়ে সেচের মাধ্যমে পানি নিষ্কাশন করা হতো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com