(ভিডিওসহ) মশা নিধনে মৌলভীবাজার পৌর এলাকায় ফগার মেশিন

August 1, 2019,

আশরাফ আলী॥ বহু অকাঙ্খার পর অবশেষে মশা নিধনে মৌলভীবাজারে ফগার মেশিনের কার্যক্রম শুরু হয়েছে। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের একান্ত প্রচেষ্ঠায় মেশিনগুলো কিনেছে পৌরসভা।

বৃহস্পতিবার ১ আগষ্ট বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউজ প্রাঙ্গণে প্রথমে ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম শুরু হয়। পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

এসময় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সারোওয়ার আলম,সিভিল সার্জন মো: শাহজাহান কবির, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী (সাবেক) আবুল হোসেন খান, পৌর কাউন্সিলর নাহিদ আহমদ,আনিসুজ্জামন বায়েছ,সাবেক ইউপি চেয়ারম্যান রুমেল আমদ প্রমুখ।

প্রধান অতিথি ও মশা নিধান কার্যক্রমের উদ্বোধক নাজিয়া শিরিন বলেন সবার সহযোগিতায় এজেলায় আমরা ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণ করতে পেরেছি। নিজেদের বাড়িঘরের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতায় রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

জেলা প্রশাসক সবাইকে সতর্ক করে বলেন আমরা ইতিমধ্যে সবাইকে মাইকিং করে জানিয়েছি। এরপরও যদি কেউ নিজেদের বাড়িঘরের আঙ্গিনা অপরিস্কার ও অপরিচ্ছন্ন রাখেন তা হলে প্রচলিত আইননুযায়ী জরিমানা করা হবে।

পৌর মেয়র বলেন ৬টি ফগার মেশিন দিয়ে এই কার্যক্রম শুরু হল ডেঙ্গু নিধন না হওয়া পর্যন্ত এই মশা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে জেলা প্রশাসক নাজিয়া শিরিন ফগার মেশিন হাতে নিয়ে মশা নিধন কার্যক্রম শুরু করেন।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, “মৌলভীবাজার পৌরসভায় দীর্ঘদিন ধরে মশা নিধনের মেশিন ছিল না। ডেঙ্গু নির্মূলকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পৌরসভার পক্ষ থেকে মেশিন ক্রয়ের অর্ডার দেয়া হয়েছিল। কিন্তু মেশিনের চাহিদা বেশী থাকায় সরবরাহকারী প্রতিষ্ঠান বিলম্ব করছিল। অবশেষে বহু প্রতিক্ষার ফগার মেশিনের ধূয়া মৌলভীবাজারে উড়ল”।

সিভিল সার্জন ডা. শাহজাহান কবীর চৌধুরী জানান, “এপর্যন্ত মৌলভীবাজার জেলায় ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন। তারা সবাই সুস্থ আছেন। একজন ছাড়া বাকী সবাই ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে এসেছেন। মৌলভীবাজার সরকারি হাসপাতালে দুইটি ডেঙ্গু কর্ণার খুলা হয়েছে। তবে আমাদের জন্য আশার খবর হচ্ছে ২৪ ঘন্টায় মাত্র ১ জন ডেঙ্গু রোগী বেড়েছে”।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মৌলভীবাজারসহ সারা দেশ কারোর পক্ষে একা পরিচ্ছন্ন করা সম্ভব নয়। এর জন্য জনসাধরণকে সচেতন হতে হবে। সবাইকে সম্মিলত কাজ করতে হবে। আমরা এখন দেখছি যে অনেক জায়গায় নোংরা আবর্জনা রয়েছে। তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। যাতে সবাই নিজ উদ্যোগে নিজের আঙ্গিনা পরিষ্কার রাখেন”।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com