মসজিদে আকসায় ইসরাইলি হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল
এহসান বিন মুজাহির॥ ফিলিস্তিনের মসজিদুল আকসায় মুসলমানদের জুমার নামাজ আদায়ে বাঁধা দেয়া, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বর্বর হামলার তীব্র প্রতিবাদে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খেলাফত মজলিস এবং ছাত্র মজলিস নামের দুটি ইসলামী সংগঠন।
শ্রীমঙ্গল:
খেলাফত মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার ব্যানারে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
সমাবেশ করেছে। ২৮ জুলাই শুক্রবার বাদ জুমআ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনায় এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি মাওলানা এমএ রহিম নোমানী। বক্তব্য রাখেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আবুল কালাম ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী মুছাব্বির আলী মুন্না প্রমুখ।
মৌলভীবাজার:
মসজিদে আল আকসায় ইসরাইলি হামলা ও নিরীহ মুসলমানদের উপন নির্যাতনের প্রতিবাদে
মৌলভীবাজার জেলা ছাত্র মজলিস বিক্ষোভ করে। ‘বিশ্বমুসলিম ঐক্য গড়-আল আকসা রক্ষা কর’, ‘দুনিয়ার মুসলিম এক হ- লড়াই করো, রক্তাক্ত আল আকসা-জাগরে জাগ মুসলমান, ইসলামী ছাত্র মজলিস-জিন্দাবাদ জিন্দাবাদ, বিপ্লব বিপ্লব-ইসলামী বিপ্লব’ শ্লোগানে শ্লোগানে কেঁপে ওঠে মৌলভীবাজার জেলা শহর।
শুক্রবার ২৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় কয়েকশ কর্মীদের নিয়ে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখা। মিছিলটি সৈয়দ মুজতবা আলী সড়ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণেকরে চৌমোহনায় এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ, সাবেক জেলা সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, খেলাফত মজলিস মৌলভীবাজার শহর সেক্রেটারি মুহাম্মদ আবিদুর রহমান, জেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক প্রমুখ।
জেলা সভাপতি ফরহাদ সাইফুল্লাহর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শহর ছাত্র মজলিস সভাপতি জাহিদুল ইসলাম, জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবদাল হোসাইন, শহর অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইমাদ উদ্দিন, সাবেক শহর বায়তুলমাল সম্পাদক হাফেজ আশিকুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন