মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে জেলা পুলিশের সংর্বধনা

December 16, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেছে জেলা পুলিশ।

সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক এর সঞ্চালনায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

এ সময় সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে আপনারা দেশের জন্য নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে নিয়েছিলেন। আপনাদের বীরত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি।

তিনি আরও বলেন, রাজারবাগ থেকে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধও গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ। পুলিশ সদস্য হিসেবে এটা আমাদের সবার জন্যই গর্বের বিষয়। পুলিশের বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধে তাদের বিভিন্ন অপারেশন ও যুদ্ধের ইতিহাস তুলে ধরেন। পরে জেলা পুলিশ সুপার সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com