মহান বিজয় দিবস ও  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

November 21, 2024,

স্টাফ রিপোর্টার : আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও  ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম মঈন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য বকসী মিছবাহ উর রহমান ও মোঃ ফখরুল ইসলাম। জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মো: ইয়ামির আলী, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসরাম মুহিব, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ বেলাল প্রমুখ।

 জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস কোন প্রকার চাঁদা না নিয়েই পালন করা হবে। সরকারিভাবে যে অর্থ আসবে সেই অর্থই নির্ধারিত কাজের জন্য ব্যয় করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে এম সাইফুর রহমান অডিটোরিম প্রাঙ্গনে এক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com