মহান বিজয় দিবসে উদীচী শিল্পী গোষ্ঠী নাটক মঞ্চস্থ (ভিডিও সহ)
স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবসের ৪৫ তম বার্ষিকীতে সাংস্কৃতিক ইউনিয়ন ও উদীচী শিল্পী গোষ্ঠী মঞ্চস্থ করে নাটক “কয়লা রাজার দেশে” এবং বিজয় দিবসে আত্বপ্রকাশ করে মৌলভীবাজার নারী সাইক্লিং গ্রুপ।
শুক্রবার ১৬ ডিসেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনারে সাংস্কৃতিক ইউনিয়ন ও উদীচী শিল্পী গোষ্ঠী মঞ্চস্থ করে নাটকটি। নাটক ”কয়লা রাজার দেশে” রচনায় হেলাল আহমেদ ও নির্দেশনায় ছিলেন আব্দুল হাফিজ চৌধুরী ইমু। নাটকটি সমসাময়িক প্রেক্ষাপটের উপর নির্মিত। রামপাল প্রকল্প বন্ধ করে সুন্দরবন রক্ষার আহবান জানানো হয় নাটকটিতে।
এদিকে সবক্ষেত্রে মেয়েদের অংশগ্রহন ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভুমিকা রাখার লক্ষে বিজয় দিবসে আত্বপ্রকাশ করে মৌলভীবাজার নারী সাইক্লিং গ্রুপ।তারা বলেন মফস্বলে মেয়েরা বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছেন ছেলেদের পাশাপাশি তারাও বিভিন্ন সচেতনতামুলক কাজ ও সামাজিক কর্মকান্ডে যোগ দিতে চান।
মন্তব্য করুন