মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

December 17, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার ১৬ শনিবার ডিসেম্বর রাজনগর উপজেলায় সদর ইউনিয়নে, মশরিয়া এমদাদিয়া দাখিল মাদরাসায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কোরআন তেলাওয়াত, হামদ নাত, রচনা প্রতিযোগিতা, কাবাডি, ফুটবল, দৌড়, মেয়েদের চেয়ার বদল , হাড়ি ভাঙা ইত্যাদি অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনান্তে এক দোয়া মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদরসার সুপারিনটেনডেন্ট আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র মাদরাসার সহ: সুপার মোঃ মোরতজা আহমদ, সহ: শিক্ষক সুজিত দে, বদরুল ইসলাম, শিউলী বেগম, রেজাউল হক, মতিউর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল হাছিব, আরাফ উদ্দিন,সিরাজুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সদস্য আকমল হোসেন খাঁন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদরাসার সহ: শিক্ষক মোঃ ইসলাম উদ্দিন। ছাত্র/ছাত্রীদের মধ্যে কোরআন তিলাওয়াত করেন সিদ্দিকা আক্তার সুকি ও বক্তব্য রাখেন মোঃ মহসীন প্রমুখ। ঐতিহ্যবাহী মশরিয়া এমদাদিয়া দাখিল মাদরাসা ১৯৬৭ইং সনে স্থাপিত হয়ে অদ্যাবদি সু-দক্ষ শিক্ষক ও ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদরাসার কিছু তথ্য তুলে ধরা হলো। ২০১৭ শিক্ষাবর্ষে ১ম শ্রণী থেকে আলিম পর্যন্ত অধ্যয়নরত ছাত্র ২৬৩ জন ছাত্রী ২৮৩ জন মোট ৫৪৬ জন। শিক্ষক/কর্মচারীর সংখ্যা ১৯ জন। বিগত পাবলিক পরীক্ষার ফলাফল ঃ ইবঃ সমাপনী- ২০১৪, ২০১৫, ২০১৬ পাশের হার ৪৮.৪৮%, ১০০%, ৯৬.৩৪%। জেডিসি-২০১৪, ২০১৫, ২০১৬ পাশের হার ৯১.৫৩%,৭৫.১৬%, ৮২.৭৬%। দাখিল- ২০১৫, ২০১৬, ২০১৭ পাশের হার ৮৯.৮০%, ৭৩.৫৮%, ৫৬.০০%। সরকারি বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ সর্বমোট ৪৮ জন। তাছাড়া ২০১৮ইং সনে এসএসসি/দাখিল পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক ছাত্র/ছাত্রী গত নির্বাচনী পরীক্ষায় (আংশিকসহ) অংশ গ্রহণ করেছে ১২২ জন। তম্মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৩ জন। অকৃতকার্য হয়েছে ০৮ জন। ফরম পূরণ ফি বাবদ নেওয়া হয়েছে নিয়মিত (অনলাইন খরচ ও কেন্দ্র ফি সহ) জন প্রতি মোট ১৭৮৫.০০ টাকা মাদরাসা কর্তৃপক্ষ আদায় করে। ছবি সংযুক্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com