মহিবুন্নেছা স্মৃতি সম্মাননা পেলেন প্রথিতযশা সাংবাদিক আব্দুল মালিক

September 10, 2016,

স্টাফ রিপোর্টার॥ সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রথিতযশা সাংবাদিক আব্দুল মালিক চৌধুরীকে ‘সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা স্মৃতি সম্মাননা’ প্রদান করা হয়েছে। ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনুর পরিচালনায় ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত আব্দুল মালিক চৌধুরী বলেন, এ ধরণের পদক প্রদান সুষ্ঠু ও সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করবে। তিনি এ পদক প্রবর্তনে ক্লাব নেতৃবৃন্দ ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে পদক প্রদানে সাংবাদিক নির্বাচনে নীতিবান সাংবাদিকদের প্রাধান্য দেয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলার বাঘা নিবাসী বিশিষ্ট সমাজসেবী মরহুম ইয়াহিয়া চৌধুরীর যুক্তরাষ্ট্র প্রবাসী পতœী মহিবুন্নেছা চৌধুরীর স্মৃতি রক্ষার্থে তার সন্তানদের উদ্যোগে চালু হয় ‘মহিবুন্নেছা স্মৃতি সম্মাননা’। সমাজহিতৈষী এ মহিলার ৯ সন্তানের সকলেই যুক্তরাষ্ট্র প্রবাসী। তাদের দেয়া অনুদানে গত বছর থেকে ‘সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা স্মৃতি সম্মাননা’ প্রদান শুরু হয়েছে। প্রথমবার এ সম্মাননা পান অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী ও সিলেট সমাচারের সম্পাদক আব্দুল ওয়াহেদ খান। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঘাগটিয়া নিবাসী অবঃ সার্কেল অফিসার (রাজস্ব) মরহুম আব্দুর রশীদ চৌধুরীর পুত্র সম্মাননা পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক আব্দুল মালিক চৌধুরী ১৯৭২ সাল থেকে একটানা ২০০৭ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সিলেট জেলা অফিসের দায়িত্ব পালন করেন। এছাড়া সিলেট প্রেসক্লাবের প্রতিষ্টালগ্ন সদস্য থেকে ৩ বার সম্পাদক ও ১বার সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া সাংবাদিকতার জীবনে তিনি বিভিন্ন সময়ে পদক ও সনদ লাভ ছাড়াও ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের আমলে ‘সাদা মনের মানুষ’ বাছাইতে সাংবাদিকতার ক্ষেত্রে সিলেট বিভাগের মধ্যে সরকারীভাবে সনদ ও পদক লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com