মাগুরছড়ায় পাাহাড় ধসঃ চার ঘন্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

June 19, 2017,

স্টাফ রিপোর্টার প্রবল বর্ষনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় পাহাড় ধসে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকার চার ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার সাড়ে সোয়া ১২ টায় মাটি সরিয়ে সিলেটের সাথে রেল যোগাযোগ শুরু হয়।

রোববার ১৮ জুন রাত থেকে টানা বৃষ্টির কারণে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া পাহাড়ি এলাকায় ২৯৮ এর ১/২নং খুঁটি এলাকায় পাহাড়ধসে মাটি রেলপথের ওপর পড়ে। এতে সকাল সোয়া আটটা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে, শমসের নগরে জয়ন্তীকা ও সিলেট গামী জালাবাদ ট্রেন শ্রীমঙ্গলে আটকা পড়ে।

খবর পেয়ে রেলওয়রে কমীরা সকাল ১০ থেকে পাহাড়ের মাটি সরানোর কাজ শুরু করে রেলের উপর হতে মাটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। কালনি ট্রেন দূপুর সোয়া ১২ টায় দূঘটনা স্থল পার হয়।

শ্রীমঙ্গল স্টেশন মাস্টার ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে রেলকর্মীরা মাটি সরানোর কাজ শেষ করে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।

রেলওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মুজিবুর রহমান জানান, রেলওয়ের শ্রমিকদের সহায়তায় রেল লাইনের ওপর থেকে মাটি সরানো হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com