মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবীতে খাসি শিক্ষার্থীদের র্যালি ও আলোচনা সভা
আব্দুর রব॥ বড়লেখার মাধবকুন্ডে মাধবপুঞ্জির কারিতাস আলোঘর প্রকল্প পরিচালিত শিশুশিক্ষা কেন্দ্রের খাসি শিক্ষার্থীরা নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুর দাবীতে ১২ নভেম্বর শনিবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। খাসি শিশু শিক্ষার্থীরা নানা দাবী সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন সহকারে মাধবকু-ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিহির খাগ্রার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মারলিয়ার পরিচালনায় র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন কারিতাসের এরিয়া কো-অর্ডিনেটর মিন্টু দেশওয়ারা, সোনালী ব্যাংক কর্মকর্তা পল্টন চন্দ্র দাস, মাধবপুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ওয়ানবর এলগিরি, কারিতাস আলোঘরের শিক্ষা পরিদর্শক ডনবস্কো খংস্টিয়া, সজল বড়কুর্মী, শিক্ষার্থী অভিভাবক আইলিন এলগিরি প্রমূখ।
মন্তব্য করুন