মাথিউড়া চা বাগানের সকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ কর।

July 12, 2024,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী ও সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ আজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে মাথিউড়া চা বাগানের সকল শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানের দাবি জানান।
১১ জুলাই বৃহস্পতিবার বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান মালিকপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের নির্দিষ্ট দিনে (পেমেন্ট বার) সাপ্তাহিক মজুরি না দিয়ে বিভিন্ন অজুহাতে পিছিয়ে অন্য বারে প্রদান করে আসছিলেন। যাহা এভাবে প্রতি সপ্তাহেই চলতেছিল। এরকম পরিস্থিতিতে চলতে থাকা অবস্থায় এখন আবার বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের চার সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ না করে তালবাহানার আশ্রয় নিয়ে মিথ্যা আশ্বাস দিচ্ছেন শ্রমিকদের। শ্রমিকদের মজুরি পরিশোধ করা না হলেও কর্তৃপক্ষের মিথ্যা আশ্বাসে বাগানে পাতা উত্তোলন -সহ যাবতীয় সকল কাজ চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা। বাগানে চিকিৎসা নাই, নামমাত্র রেশন ছাড়া কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না চা-শ্রমিকরা। মজুরি না পেয়ে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।
আমরা বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাথিউড়া চা বাগানের শ্রমিকদের বকেয়া সকল মজুরি পরিশোধের জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com