মাদানী পুষ্প শিল্পিগোষ্ঠীর অরিয়েন্টেশন ক্লাস: ইসলামী সংস্কৃতির চর্চার বিকাশ ঘটাতে হবে

August 21, 2017,

এহসান বিন মুজাহির॥ ‘সুস্থ সংস্কৃতির বিকাশ চাই, অপসংস্কৃতির নিপাত চাই’ এ স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন মাদানী পুষ্প শিল্পিগোষ্ঠীর ইসলামী সংগিতের ওরিয়েন্টেশন ক্লাস বিকালে ভানুগাছ রোডস্থ শিল্পিগোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ক্লাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের ভাইস প্রিন্সিপাল, সাংবাদিক-কলামিস্ট মাওলানা এহসান বিন মুজাহির।
তিনি বক্তৃতায় বলেন-দেশের তরুণ সমাজকে অপসংস্কৃতির কবল থেকে রক্ষা করতে ইসলামী সংস্কৃতির চর্চা প্রয়োজন রয়েছে। সংস্কৃতির নামে দেশে অপসংস্কৃতির সয়লাবে দেশের যুব সমাজ ও তরুণ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সাংস্কৃতিক আগ্রসনের কারণে বাংলাদেশে বিজাতীয় সংস্কৃতির চর্চা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আমাদের নিজস্ব সংস্কৃতি, জাতীয় মূল্যবোধ হারিয়ে যেতে বসেছে। অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধ করতে দেশে ইসলামী সংস্কৃতির চর্চার বিকাশ ঘটাতে হবে।
মাদানী পুষ্প শিল্পিগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক ফাহিম রাব্বানীর সভাপতিত্বে ও সহপরিচালক আরিফ আদনানেরসঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবৃত্তিকার ও উপস্থাপক আল আমিন সাঈফী, মুসলিমবাগ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com