মাদ্রাসার ছাত্র কুলাউড়া থেকে নিখোঁজ
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের শারমপুর গ্রামের হাফিজ মোঃ জুনাইদ ইসলাম কুলাউড়ার একটি মাদ্রাসা থেকে নিখোঁজ। বিচলিত হয়ে পড়েছে অভিভাবকরা। উদ্দেগ উৎকন্ঠায় দিন কাঠছে তাদের। এ নিয়ে বৃহস্পতিবার রাতে রাজনগর থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে। জিডিনং-১১৭৮তাঃ ২৮/০৭/১৬ইং। হাফিজ মোঃ জুনাইদ ইসলাম রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের শারমপুর গ্রামের জবান মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের শারমপুর গ্রামের জবান মিয়ার ছেলে হাফিজ মোঃ জুনাইদ(১৯) গত ২৬ জুলাই মঙ্গলবার কুলাউড়া জামেয়া মোহাম্মদিয়া দারুছ ছুন্নাহ মাদ্রাসায় জুনাইদ দুপুর বেলা পেটের ব্যাথায় আক্রান্ত হলে মাদ্রাসা কতৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন । বেলা ৩টার দিকে সে কাউকে কিছু না বলে নিখোঁজ হয়। খবর পেয়ে তার অভিভাবকরা আতœীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁেজছেন কিন্তু তার কোন সন্ধান পাননি। জুনাইদের ভাবি নাজমিন বেগম জানান ইদানিং জুনাইদের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে। সে নামাজ রোজার প্রতি খুব গুরুত্ব দিয়ে আমাদের হেদায়েতি বক্তব্য প্রদান করতো। তার মা নজিরুন বেগম ও চাচী নয়নতারা জানান সে অপকটে সকলের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার সময় বলে গিয়েছে তার জন্য দোয়া করতে তার সাথে হয়তো আর দেখা না হতে পারে। এ দিকে তার ভাই জলিল আরো জানান গত বুধবার সে একটা মোবাইল ফোন(০১৭২৩৯৫৮৮৬০) থেকে ফোন করেছে এলাকার রোবেলের কাছে । সে বলেছে সে নাকি আল্লাহর পথে চলে গেছে তার জন্য চিন্তা করার প্রয়োজন নেই। তার এমন কথায় অভিভাবকদের উদ্দেগ উৎকণ্ঠায় দিন কাটছে।রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত কওে জানান মাদ্রাসার ছাত্র জুনাইদ নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন। এ ব্যাপারে জিডি হয়েছে আমরা বিষয়টি নিয়ে তৎপরতা চালাচ্ছি।
মন্তব্য করুন