মাধবকুন্ডে পর্যটকের হামলায় হোটেল মালিকসহ আহত ৭
আব্দুর রব॥ বড়লেখার মাধবকু- জলপ্রপাত ও ইকোপার্কে বেড়াতে এসে একদল পর্যটক খাবার খেতে গিয়ে ঢাকা বিরানী হাউজে হামলা ও ভাংচুর চালিয়েছে। তুচ্ছ ঘটনার জেরে সৃষ্ট সংঘর্ষে হোটেল মালিকসহ ৪ কর্মচারী ও ৩ পর্যটক আহত হন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পর্যটন পুলিশ ভাংচুরের ঘটনায় ঢাকার নারায়নগঞ্জের পর্যটক দলকে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে ঢাকার নারায়নগঞ্জ থেকে ৪৫ জনের একদল পর্যটক বাসে মাধবকু-ে যায়। জলপ্রপাতসহ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে বিকেল তিনটায় ১৫-১৬ জন পর্যটক মাধবকু-ের ঢাকা বিরানী হাউজে লাঞ্চ করতে যায়। খাবারের একপর্যায়ে ডাল দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে পর্যটক ও হোটেল কর্মচারীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় কয়েকজন পর্যটক হোটেলের আসবাবপত্রে ব্যাপক ভাংচুর চালায়। উভয় পক্ষের সংঘর্ষে হোটেল মালিক ইমরান আহমদ, কর্মচারী আলাউদ্দিন, আমিন আহমদ, মুন্না এবং পর্যটক আব্দুল কাদির, রায়হান ও তুষার আহত হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ও পর্যটন পুলিশের ইনচার্জ সালেহ আহমদসহ স্থানীয় ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন জানান, পর্যটকরা হোটেলের লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। মালিকসহ ৪ কর্মচারীকে পিটিয়ে আহত করেছে। কর্মচারীদের হামলায় ৩ পর্যটকের সামান্য জখম হয়। পর্যটকরা বেশি অন্যায় ও হোটেলের ক্ষতি সাধন করায় তাদের নিকট থেকে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করে হোটেল মালিককে প্রদান করেছি।
মন্তব্য করুন