মানবিক আবেদন : শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮ বছরের শিশুর চিকিৎসার জন্য সাহায্য কামনা

January 20, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গল পৌর শহরে গতকাল ২০ জানুয়ারি এক মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছরের শিশু শাওন মিয়া গুরুতর আহত হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট রোড বিজিবি সেক্টর সংলগ্ন সড়কে চলন্ত ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার নূরানি প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনার পর স্থানীয়রা শাওনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত, প্রচণ্ড রক্তক্ষরণ এবং নাকে ও হাতে আঘাত রয়েছে। শাওনের অপারেশন ও প্লাস্টিক সার্জারি প্রয়োজন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে হবে, যার জন্য প্রায় লাখ টাকা খরচ হতে পারে।

শাওনের পিতা মো. শাহিন তার অসচ্ছলতার কথা জানিয়ে বলেন, আমি কাঠ মিস্ত্রির কাজ করি, খুব কষ্টে জীবিকা নির্বাহ করি। আমার ডান কিডনি নষ্ট, নিজের চিকিৎসা করতে পারি না, এখন ছেলের চিকিৎসা করার জন্য কোথা থেকে টাকা পাবো বুঝতে পারছি না। তিনি দেশে-বিদেশে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ বলেন, শাওন রাস্তা পারাপারের সময় হঠাৎ করে বিপরীত দিক থেকে একটি অবৈধ ব্যাটারি চালিত টমটম ধাক্কা দেয়। তার চিকিৎসার জন্য বিত্তবানদের সহায়তার প্রয়োজন।”তিনি প্রশাসনের কাছে টমটম চালককে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এঘটনায় স্থানীয় জনগণও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং শ্রীমঙ্গল থানা পুলিশকে অবৈধ টমটমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। শাওনের চিকিৎসার জন্য সহায়তা পাঠানোর জন্য তার পিতার বিকাশ নম্বর: ০১৭০৫২২০৫৪৬

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com