মানব ঠিকানা ঊনিশ পেরিয়ে দুই দশকে জমকালো আয়োজনে পথচলাকে স্বাগত
কুলাউড়া অফিস॥ কুলাউড়ার জনপ্রিয় সাপ্তাহিকী মানব ঠিকানা ঊনিশ পেরিয়ে দুই দশকে পদার্পন করেছে। দুই দশকে পদার্পন উপলক্ষে জমকালো আয়োজন ও বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে পথচলাকে স্বাগত জানানো হয়।
১ জানুয়ারী শনিবার মানব ঠিকানার কুলাউড়া অফিসে কেক কাটা, মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে কুলাউড়ার বিভিন্ন সামাজিক ও সাংবাদিকদের সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল এবং উপহার দিয়ে ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীনসহ কর্তৃপক্ষকে স্বাগত জাননো হয়।
অনুষ্ঠানে মানব ঠিকানার সহকারী সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ক্বাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিণয় ভূষন রায়, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, মৌলভীবাজার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য আব্দুল মানিক, রাউৎগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান এসএম জামান মতিন, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, রাবেয়া আদর্শ মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ছালাম, আমাদের সময় প্রতিনিধি স্বপন কুমার দেব রতন, সীমান্তের ডাকের প্রতিষ্টাতা সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফাহমিদা চৌধুরী, জাতীয় সাপ্তাহিকী অর্থকালের সহকারী সম্পাদক আতিকুর রহমান আখই, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক মানজুরুল হক, সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, মিলি প্লাজার ব্যবস্থাপক নাসের হায়দার, সাংবাদিক সমিতির সহ-সম্পাদক শরীফ আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মনি, কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান, দিনকালের কমলগঞ্জ প্রতিনিধি ফটিকুল ইসলাম রাজু, অর্থকালের মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ শাহ আলম শামীম, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, সিলেটের মানচিত্রের কুলাউড়া প্রতিনিধি সুমন আলম, রাউৎগাঁও ইউপি সদস্য আনু মিয়া, প্রবাসী আব্দুল মুহিত, ছাত্রনেতা সুরমান আহমদ, মেহেদী হাসান খালিক, ঠিকানা ক্লাবের সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ রাজনম পোওর ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজু আহমদ প্রমুখ। দুই দশকে পেরুনো মানব ঠিকানার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মফস্বল সম্পাদক ময়নুল হক পবন, বিভাগীয় সম্পাদক শহীদুল ইসলাম তনয়, চীফ রিপোর্টার আলাউদ্দিন কবির, সিনিয়র রিপোর্টার জসীম চৌধুরী, ইউএই প্রতিনিধি সৈয়দ তানভীর শোভন, ফটো সাংবাদিক জুয়েল দেব, কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম, সৈয়দ আশফাক তানভীর, সেলিম আহমেদ, জিয়াউল হক, কাওছার হোসেইন। এছাড়াও অগণিত শিক্ষক-শিক্ষিকা ছাড়াও নানা শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
উৎসবমূখর পরিবেশে প্রতিষ্ঠিাবার্ষিকী অনুষ্ঠানে মানব ঠিকানা পরিবারকে ফুলেল ও শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার পক্ষে বার্তা সম্পাদক এম. মছব্বির আলী,, ইউনাটেড রয়েলস ক্লাবের সদস্যরা, সীমান্তের ডাকের পক্ষে চিফ রিপোর্টার এস আলম সুমন, অনুকাব্য কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান।
মন্তব্য করুন