মানব পাঁচারকারী চক্রের মূলহোতাসহ ০৩ জনকে আটক নারী উদ্ধার
বিকুল চক্রবতী॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, জঙ্গি দমন, সন্ত্রাস দমন, অপরাধীকে গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, মানব পাঁচারকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় ২১ এপ্রিল শুত্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম এর নেতৃত্বে এবং সঙ্গীয় অফিসার এডি জে. এম. ইমরানসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে চুনারুঘাট থানার ওসমানপুর গ্রামের জনৈক আব্দুল সালাম এর বসত বাড়ী থেকে ০১(এক) জন নারী ( যাকে পাচার করার জন্য আটকে রাখা হয়েছিলো) ও মানব পাঁচারকারী চক্রের মূলহোতাসহ ৩ (তিন) সদস্যকে গ্রেফতার করে র্যাব।
উদ্বারকৃত নারীর নাম মোছাঃ নুরুন্নাহার (২৫)। মানব পাঁচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল হান্নান (২৭), পিতা- মৃত গাভরু মিয়া, গ্রাম- বাসুল্লা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, মোঃ আব্দুল সালাম (৩৫), পিতা-মৃত আব্দুল হক, গ্রাম- ওসমানপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ ও মোঃ সৈয়দ আলী (৪৫), পিতা- মৃত মেন্দি, গ্রাম- নিশ্চিন্তপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় গিয়ে গ্রাম্য সহজ সরল নারীদের ভাল চাকুরি ও বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাঁচার করে এবং পাঁচার করাকালীন সময়ে পাঁচারে ব্যর্থ হলে পাঁচারকারীরা ভিকটিমদের অভিভাবকদের নিকট মুক্তিপণ বাবদ অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত নারী ভিকটিমকে শনিবার সকালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন