মানহানি মামলা থেকে বেকুসর খালাস পেলেন সাংবাদিক মোহিত ও সিরাজ

May 17, 2016,

 স্টাফ রিপোর্টার॥ ২০০৭ সালের দায়ের করা একটি মানহানি মামলা থেকে বেকসুর খালাস পেলেন মৌলভীবাজারের দুই সাংবাদিক।  ১৭ মে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ১নং আমলি আদালতে বিজ্ঞ বিচারক নিরজর কুমার মিত্র আসামী পক্ষের সাক্ষী প্রমানের দীর্ঘ শোনানী শেষে এই দুই সাংবাদিককে মামলা থেকে বেকসুর খালাস দেন। মামলা থেকে খালাস পাওয়া দুই সাংবাদিক হলেন মৌলভীবাজারের সাপ্তাহিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও দৈনিক যুগান্তরের সাবেক স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) এম এ মুহিত। মামলার আরজির বিবরণী থেকে জানা যায় ২০০৭ সালে “আদম বেপারী শিহাব এখন কোটিপতি” শিরোনামে সাপ্তাহিক মৌমাছি কন্ঠ পত্রিকায়  একটি সিরিজ প্রতিবেদন ছাপা হলে এতে ক্ষিপ্ত হয়ে শিহাব আহমদ তাদের নামে এ মামলা দু’টি দায়ের করেন।

আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট রাধা পদ দেব সজল,এডভোকেট রনজিৎ কুমার ঘোষ, এডভোকেট সানোয়ার হোসেন,এডভোকেট মিছবাউর রহমান, এডভোকেট জলি রাণী।

অপর দিকে বাদী পক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট আশরাফ হোসেন কামাল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com