মাসজিদে ওমর এন্ড অলিভ ট্রি কোরআন একাডেমীর ক্বেরাত ও কুইজ প্রতিযোগিতার জেলা পর্যায়ে পুরষ্কার বিতরণ
স্টাফ রিপোর্টার॥ মাসজিদে ওমর এন্ড অলিভ ট্রি কোরআন একাডেমী আয়োজিত মৌলভীবাজার জেলা ভিত্তিক ক্বেরাত ও কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর জেলা পর্যায়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল (২৭ রামাদ্বান) মোস্তফাপুর-ধরকাপন সড়কে অবস্থিত মাসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কোরআন একাডেমি আয়োজিত ক্বিরাত এবং কুইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল রাউন্ডে মৌলভীবাজারের ৭টি উপজেলা থেকে প্রাথমিক বাছাই শেষে ৪৬ জন প্রতিযোগী অংশ নেন।
ক্বিরাতে ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্ত বাছাইপর্বে ১০ জন প্রতিযোগীকে সিলেক্টেড করা হয়। তারা হলেন- ১। রেদওয়ান আহমদ ২। ইমরান হুসেন রাকিব ৩। মোঃ হাবীব বিন আলকাছ ৪। মোঃ জুনাইদ আহমদ ৫। তাহমিদ চৌধুরী ৬। জয়নুল ইসলাম ৭। জাবের ওয়াসিফ ৮। মোঃ তায়েফ আহমদ ৯। মোঃ মুহিবুল্লাহ মাছুম ১০। কামরুল আহমদ।
তাদের মধ্যে ক্বিরাতের ১ম স্থান অর্জন করেছেন বড়লেখার নজরুল ইসলামের পুত্র রেদওয়ান আহমদ, ২য় স্থান অর্জন করেছেন বড়লেখার মছকন আলীর পুত্র জয়নুল ইসলাম, ৩য় স্থান অর্জন করেছেন মৌলভীবাজার সদর উপজেলার মুখলিছুর রহমারে পুত্র তাহমিদ চৌধুরী।
কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই এলাকার আবুল কালাম এর পুত্র আব্দুস সামাদ আজাদ, ২য় স্থান অর্জন করেছেন জুড়ী উপজেলার জাঙ্গিরাই এলাকার মোস্তফা মিয়ার পুত্র আলিম উদ্দিন, ৩য় স্থান অর্জন করেছেন মৌলভীবাজার পৌরসভার পশ্চিম ধরকাপন এলাকার মাইধর মিয়ার পুত্র মঈন উদ্দিন আহমদ।
ক্বেরাত ও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার পৃথক দুটি ফ্রিজ, ২য় পুরষ্কার পৃথক দুটি মাইক্রওভেন এবং ৩য় পুরষ্কার পৃথক দুটি বাইসাইকেল ৬ জন বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে তুলে দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিশিষ্ট সমাজসেবী ও আমেরিকা প্রবাসি সৈয়দ শাহীদ আলী, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, মাসজিদ ওমরের শুরা সদস্য সৈয়দ জুনাইদ আলী, মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল হালিম, মাসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমির খাদেম মিজানুর রহমান, খাদেম ও একাডেমিক প্রধান হাফিজ আরাফাত আহমদ বাহার।
প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বারী, আল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এবং হেফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সিনিয়র প্রশিক্ষক হাফিজ মঞ্জুর বিন মোস্তফা।
এছাড়া বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ আস-সালাম আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল শায়েখ তারেক হাসান মাদানী, ইউনিভার্সিটি অব শারজাহ,ইউএই ক্বারী হাফিজ আস’আদ বিন জামিল। এছাড়া ফাইনাল রাউন্ডে সুযোগ পাওয়া সকলের জন্য ছিল আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এ উপলক্ষে মাসজিদে ওমর এন্ড অলিভ ট্রি কোরআন একাডেমীর পক্ষে ইফতারের আয়োজন করা হয়।
মন্তব্য করুন