মাসুককে পরিকল্পিত হত্যা করা হয়েছে : জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের তেলিজুড়ি নির্মানাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বাবুর্চির কাজে কর্মরত মাসুক মিয়া (৪০) হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ এপ্রিল দুপুর ২ টায় নির্মানাধীন রাজনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে শিপলু মিয়া সমর্থক যুবসমাজ ও তেলিজুড়ি গ্রামবাসীর দুটি ব্যানারে মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন মৌলভী আব্দুল মুহিত, মোস্তাফিজুর রহমান পলাশ, মোঃ রোকন মিয়া, রুসেল আহমদ, হামিদুর রহমান সহ আরোও অনেকে।
বক্তারা বলেন, ‘পাঁচ তালার উপর থেকে যদি ২৫-৩০ কেজি ওজনের একটি লোহার পাইপ একজন ব্যাক্তির উপর পড়ে তাহলে অবশ্যই প্রচুর রক্তক্ষরন হওয়ার কথা। কিন্তু মাসুকের শরীর থেকে সে পরিমান রক্ত ঝরেনি। তাই এটা একটা পরিকল্পিত হত্যা বলে আমরা মনে করছি। তাছাড়া তারা গোপনীয়তা রক্ষার জন্য পরিবারের লোকজনকে না জানিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। আমরা মাসুক হত্যার বিচার চাই।’
উল্লেখ্য যে, গত ১৪ এপ্রিল নির্মানাধীন এই স্কুল এন্ড কলেজের ছাদের উপর থেকে লোহার পাইপ পড়ে গুরুতর আহত হয়ে মারা যান শ্রমিক মাসুক মিয়া। কিন্তু নিহতের পরিবার ও স্থানীয়রা দাবী করছেন এটা পরিকল্পিত একটি হত্যাকান্ড। তারা আসামীর ফাঁসির দাবীতে এই মানববন্ধন করে।
মন্তব্য করুন