মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আলোচনা সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল আয়োজিত ‘আদর্শ রাষ্ট্র গঠনে বিশ্বনবী (সা.)’র ভূমিকা শীর্ষক’ আলোচনা সভায় বক্তারা বলেছেন, মহানবী (সা.)-এর আদর্শই হচ্ছে বিশ্ব মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। এ আদর্শ অনুসরণের মাধ্যমে মহান প্রভুর নৈকট্য লাভ সম্ভব। একমাত্র বিশ্বনবীর আদর্শ অনুসরণের মাধ্যমেই রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। মহানবীর (সা.) এর কালজয়ী আদর্শ বাস্তবায়ন ছাড়া পৃথিবীতে আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব নয়। মহানবীর জীবনাদর্শ অধ্যয়ন করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে তা বাস্তবায়ন করার জন্য আলোচকগণ সকলের প্রতি আহবান জানান।
পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অনুুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া বালক-বালিকা টাইটেল মাদরাসার মুহাদ্দিস ও শিক্ষা সচিব মাওলানা মুফতি মনির উদ্দিন। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ মুসলিমবাগ আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাফায়েত উল্লাহ, এম এস বি ইসলামিক সেন্টার’র প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী ও স্কুল পরিচালকমন্ডলীর সদস্য নাদির হেসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল’র সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, আখিনুর মল্লিকা হোসেন ও রেশমি আক্তার। অনুষ্ঠানে আইডিয়াল ছাত্র সংসদ’র আয়োজনে বিশ্বনবী এর জীবনী বিষয়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী চতুর্থ শ্রেণির ছাত্র সাকিবুল ইসলাম স্বাধীনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন