মিলাদ মাহফিল,দোয়া ও মধ্যাহ্ন ভোজ দাদা হলেন প্রবীণ আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিব

November 9, 2016,

স্টাফ রিপোর্টার॥ বর্ষীয়ান রাজনীতিবীদ, প্রবীণ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ,কলামিষ্ট ও মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব সম্প্রতি দাদা হলেন। নবাগত নাতির আকিকা উপলক্ষে তার পক্ষ থেকে ৪ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা শ্রীমঙ্গল সড়কস্থ বেঙ্গল কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল,দোয়া ও প্রীতি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার শাহ মোস্তফা টাউন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মাওলানা শামসুল ইসলাম। মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত জেলা জজ শীপের বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাহজালাল, পৌর মেয়র আলহাজ ফজলুর রহমান, পৌর কাউন্সিলর ও জনপ্রতিনিধি বৃন্দ, গবেষক ও নোটারী পাবলিক আলহাজ সৈয়দ জয়নাল আবেদীনসহ কবি ও লেখকবৃন্দ, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ ফয়জলুল্লাহ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, এনটিভি প্রতিনিধি এসএম উমেদ আলী, মৌলভীবাজার জেলাবারের সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট কামাল আহমদ চৌধুরী,সাধারণ সম্পাদক এডভোকেট কামরেল আহমদ চৌধুরী, জেলার বিজ্ঞ পিপি এডভোকেট এএসএম আজাদুর রহমানসহ সরকারি আইন কর্মকর্তা বৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জয়নাল হোসেন,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ সৈয়দ ফারুক আহমদ,মৌলনা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ ইকবাল, মৌলভীবাজার শাহ মোস্তফা টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীসহ মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামবৃন্দ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ ও আলহাজ্ব সৈয়দ হুমায়েদ আলী শাহিন, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাবুদ্দিন, বিএনপি নেতা মৌলভী ওয়ালী সিদ্দিকী, এডভোকেট আনোয়ার আক্তার শিউলী, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)মতিন বখশ, প্রস্তাবিত দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ,এটিএন বাংলার স্টাফ রিপোর্টার,সৈয়দ মহসীন পারভেজ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার,মু.ইমাদ উদ দীন, মনু বার্তার সম্পাদক মো: জসীম উদ্দিনসহ আইনজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনীতিবীদ,ব্যবসায়ী, সাংস্কৃতিক ও ক্রীড়াসংগঠক, শিক্ষকসহ জেলা শহরের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ। আকিকা অনুষ্টানের আয়োজক এডভোকেট মুজিবুর রহমান মুজিব সম্প্রতি নিজ বাসার দোতলার সিঁড়িতে পড়ে মারাতœক আহত হয়ে শয্যাশায়ী থাকায় (ডান পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায়) হুইল চেয়ারে বসে সম্মানিত মেহমানদের স্বাগত জানান। আধুনিক মালয়েশিয়ার জনক মাহতির মোহাম্মদের নাম অনুকরনে নবজাতকের নাম রাখা হয়েছে মাহতির রহমান। নবজাতকের পিতা মিনহাজ রহমান মাব্বি ও মাতা একলিমা আক্তার লিজা এবং দাদা মুজিবুর রহমান মুজিব ও দাদি মনোয়ারা রহমান নবজাতকের জন্য দোয়া কামনা করেন। মিলাদ শরীফ শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com