মিয়ানমারের রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল (ভিডিও সহ)

November 25, 2016,

স্টাফ রিপোর্টার॥ মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার বাদ জুম্মা শহরের শাহ মোস্তফা সড়কের দারুল উলুম মাদ্রসা প্রাঙ্গন থেকে এক প্রতিবাদ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার চৌরাস্থায় এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা মাওলানা সৈয়দ মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ময়নুল হক চৌধুরী, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আলতাফুর রহমান ছাদিকী, হাফিজ রিয়াজুল হাসান।

বক্তারা বলেন, মায়ানমার সেনাবাহিনী ও উগ্র-সন্ত্রাসীরা যুগযুগ ধরে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন চালিয়ে আসছে। বর্তমানে এর মাত্রা সকল সীমা ছাড়িয়েগেছে। বর্তমানে সেনাবাহিনী ও উগ্র-সন্ত্রাসীরা রোহিঙ্গা মুসলমানদের গ্রামের পর গ্রাম, বাড়ি-ঘর পুড়িয় দিচ্ছে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে রোহিঙ্গা শিশু-মহিলা, বৃদ্ধ-অসুস্থসহ সকলকে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসতে বাধ্য করা হচ্ছে। নারীদের ধর্ষনের পর হত্যা করে যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে। সম্প্রতি শিশুদের হত্যা ও নির্যাতনের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এতসবকিছুর পরও জাতিসংঘসহ পশ্চিমা বিশ্বের নিরবতা বিশ্ববাসীকে হতাশ করেছে।

নেতৃবৃন্দ রোহিঙ্গা মুসলমানদের হত্যা-নির্যাতনের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যা নির্যাতন বন্ধ করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ওআইসির প্রতি আহবান জানান।

সমাবেশ শেষে রোহিঙ্গা মুসলমানদের হেফাজতে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com