মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

September 13, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, কোন রাষ্ট্র তার নাগরিকদের উপর এমন পরিকল্পিত গণহত্যা চালাতে পারে মিয়ানমারের এই ঘটনাই তার উল্লেখযোগ্য ঘৃন্যতম নজির। শান্তিতে নোবেল পাওয়া একজন নেত্রীর দেশে এই নারকীয় হত্যাযজ্ঞ বিশ্ববাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। শুধু মুসলিম পরিচয়ের কারণে রোহিঙ্গাদের উপর বার বার নৃশংস গণহত্যা চালানো হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস বর্বর গণহত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা মুসলিম নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাকে শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আরিফ হোসেনর সভাপতিত্বে, সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী, কাচারী জামে মসজিদের খতিব মাও: নাছির উদ্দিন, মাও: রাসিদ আলী, মাও: ফয়েজ আহমদ, কারী সোসাইটির, মাও: মনির উদ্দিন, মাও: আব্দুল মুমিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি মিজানুর রহমান, আবুল কাশেম, আব্দুল আজিম, সাবেক সহ সাধারণ স¤পাদক আব্দুল আলিম রাসেল, আবু সুফিয়ান রায়হান প্রমুখ। এছাড়াও তালামীযে ইসলামিয়ার অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com