মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৬ প্রতিযোগিতায় রেডিও পল্লীকণ্ঠের পুরস্কার অর্জন
স্টাফ রিপোর্টার॥ গণমাধ্যমে শিশুদের বিভিন্ন বিষয়সমূহ তুলে ধরার ক্ষেত্রে উৎকর্ষ অর্জনকে স্বীকৃতি দিয়ে ২০০৫ সাল থেকে যাত্রা শুরু করে মিনা মিডিয়া এ্যাওয়ার্ড। বাংলাদেশী নাগরিকদের দ্বারা শিশুদের জন্য নির্মিত বাংলাদেশে প্রচারিত/প্রকাশিত অনুষ্ঠান বা প্রকাশনার জন্য প্রদান করা হয় এই পুরস্কার।
ঢাকাস্থ সোনারগাঁও হোটেলের বলরুমে ৯ অক্টোবর’১৬ আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি মীনা মিডিয়া এওয়ার্ড ২০১৬ এ ১ম স্থান অর্জনকারী মৌলভীবাজারের কমিউনিটি রেডিও ‘রেডিও পল্লীকন্ঠ’ এফএম ৯৯.২, শিশু অধিকার ও শিশু শিক্ষা বিষয়ক রেডিও সৃজনশীল অনুষ্ঠান ১৮ বছরের নীচে (নাটক ‘তবুও স্বপ্ন’) রেডিও সৃজনশীল অনুষ্ঠান ১৮ বছরের উপরে (ম্যাগাজিন অনুষ্ঠান ‘আইন ও জীবন’) নিয়ে ইউনিসেফ কর্তৃক ঘোষিত জাতীয় পর্যায়ের মিনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৬ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে যথাক্রমে মোঃ কামরুজ্জামান মিঠু (১ম) স্থান অধিকার করায় একটি ক্রেস্ট, সনদপত্র এবং ৫০ হাজার টাকার চেক এবং সুতপা রানী পাল তৃতীয় (৩য়) স্থান অর্জন করায় একটি ক্রেস্ট, সনদপত্র এবং ১৫ হাজার টাকার চেক তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ এর পক্ষে জিডুলা মাসিকু এবং সৈয়দা সীমা ইসলাম, চীফ, কমিউনিকেশন,এ্যাডভোকেসী এ্যান্ড পার্টনারশীপ সেকশন।
কমিউনিটি রেডিও পল্লীকন্ঠ মৌলভীবাজার এর মাতারকাপনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহায়তায় পরিচালিত হচ্ছে। প্রতিদিন ১২ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করছেন ৩০ জন যুবক ও যুব নারী। ২০১১ সালের ২৫ অক্টোবর হতে এ রেডিও স্টেশনটি তাদের সম্প্রচার কার্যক্রম শুরু করে।
এখানে উল্লেখ্য যে, কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ধারাবাহিক ভাবে ২০১৩, ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালে মিনা মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করে।
মন্তব্য করুন