মীর কাসেমের ফাঁসি বহালের রায়ে প্রবাসীদের সন্তোষ প্রকাশ
জেসমিন মনসুর॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কর্মপরিষদ সদস্য রাজাকার মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে ৩০ আগস্ট মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। রায় কার্যকরের প্রক্রিয়া সম্পর্কে অ্যাটর্নি জেনারেল জানান, এ রায়ের মধ্য দিয়ে মামলার আইনি লড়াই শেষ হয়েছে। তাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকরে এখন আর কোনো অসুবিধা বা বাধা নেই। তবে তিনি যদি মনে করেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। তার কাছে জানতে চাওয়া হবে, তিনি প্রাণভিক্ষা চাইবেন কি-না। প্রাণভিক্ষা চাইলে রায় কার্যকরের প্রক্রিয়া থেমে থাকবে। আর প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর আবেদন নাকচ হলে মৃত্যুদ- কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।
এখানে উল্লেখ যে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দুটি অভিযোগে মীর কাসেমের ফাঁসি ও আটটি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদ- হয়। ওই বছরের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশিত হয়। রায় পুনর্বিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম। এই রিভিউ আবেদনের ওপর ২৪ আগস্ট শুনানি শুর” হয়।
এদিকে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় কনভেনার ও ইউকে ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা লিয়াকত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কর্মপরিষদ সদস্য রাজাকার মীর কাসেমের রায়ে সন্তোষ প্রকাশ করে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় কনভেনার মকিস মনসুর আহমদ এই রায়ের মাধমে দেশেবিদেশে যারা সংগ্রাম করেছেন সবাই আনন্দিত এবং জাতি আজ ধীরে ধীরে কলংকমুক্ত হচ্ছে। এইজন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার ও বিচার বিভাককে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
মন্তব্য করুন