(ভিডিও সহ) মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহের এখনই সময় .. মুক্তিযোদ্ধা মন্ত্রী
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাৎকারকালে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহের এখনই মুক্ষম সময়। পাঁচ দশ বছর পর মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া দুস্কর হবে। তাই যার যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধের তথ্য ও স্মারক সংরক্ষনের আহবান জানান তনি।
৪ মার্চ শনিবার সকালে মন্ত্রী মৌলভীবাজার মনুনদীর পাড়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স, একাত্তরে মনু ব্রীজ বিষ্পোরনের অংশ ও মুক্তিযুদ্ধের আলোকচিত্র ঘুরে দেখেন । এ সময় তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক, শহীদ পরিবারের সদস্যদেরও খোঁজ খবর নেন। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, মৌলভীবাজার পুলিশ সুপার শাহজালাল। পরিদর্শনকালে মন্ত্রীর হাতে তুলে দেয়া হয় বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত সংকলন “আপন আলয় বিশ্বভুবন”।
মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে সরকার কাজ করছে। দেশের প্রত্যেকটি বধ্যভুমিকেই সরকার পর্যায়ক্রমে সংরক্ষনের কাজ করছে। ইতিমধ্যে অনেক গুলো বধ্যভুমিতে স্মৃতি পলক স্থাপিত হয়েছে।
মন্তব্য করুন