মুক্তিযুদ্ধের সংগঠককে পাকিস্থানীদের সহযোগিতাকারী লিখায় পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন

February 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধের সংগঠককে যুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী হিসেবে স্মৃতিচারণ মূলক গল্প লিখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
২৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদক সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, মরহুম আছকির মিয়ার ছেলে আম্বিয়া মিয়া। লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৬ ডিসেম্বর ২০২১ ইং মৌলভীবাজারের একটি স্থানীয় পত্রিকায় জনৈক সোহেল আহমদ চৌধুরী তার পিতাকে নিয়ে একটি স্মৃতিচারণ মূলক গল্প (নিবন্ধ) লিখেছেন। ‘মুক্তিযুদ্ধে আনসার কেরানী মহিব উদ্দিন চৌধুরীর অবদান শীর্ষক এই গল্পে মুক্তিযুদ্ধের সংগঠক, একাটুনা ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মরহুম আছকির মিয়াকে ১৯৭১ সালে হানাদার বাহিনীকে সহযোগিতা করার কথা উল্লেখ করা হয়। এরই প্রতিবাদে আছকির মিয়ার পরিবার ও এলাকার মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেন।
নিবন্ধে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের আগস্ট মাসে মহিব উদ্দিন চৌধুরীকে রাজনগর উপজেলার আশ্রকাপন গ্রাম থেকে পাকিস্থানীরা ধরে নিয়ে আসে। এসময় মরহুম আছকির মিয়া পাকিস্থানীদের সহযোগিতা করেছিলেন। এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, আছকির মিয়া একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কোনভাবেই পাকিস্থানীদের সহযোগিতা করেননি। আছকির মিয়া যে একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধা কমাণ্ডার, মুক্তিযুদ্ধকালীন আছকির মিয়ার সহযোগী মুক্তিযোদ্ধাদের বক্তব্যে উঠে আসে। এছাড়া সংগঠক আছকির মিয়া ১৯৭১ সালের ২৭ মার্চ মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক গণমিছিলে প্রধান ভূমিকা পালন করেছিলেন। এছাড়া স্থানীয় রাজাকারের তালিকায়ও মরহুম আছকির মিয়ার নাম নেই।
তাই এই লিখার তীব্র প্রতিবাদ জানান উপস্থিত মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও মরহুম আছকির মিয়ার পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাবেক কমাণ্ডার জামাল উদ্দিন, একটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, আছকির মিয়ার সহযোগী মুক্তিযোদ্ধা নেছার আহমদ লেচু, দুরুদ আহমদ, মুক্তিযুদ্ধ লেখক ও গবেষক সরওয়ার আহমদ, সাংবাদিক বকসি ইকবাল আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com