(ভিডিওসহ) মুক্তিযুদ্ধ ও নতুন প্রজন্মের সেতুবন্ধন : শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী

December 18, 2021,

স্টাফ রিপোর্টার বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে শ্রীমঙ্গলে চলছে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তীর তথ্য ও স্মারক দিয়ে বিজয়ের মাস ব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী।

বাংলাদেশ পুলিশ শ্রীমঙ্গল থানার আয়োজনে  ১৪ ডিসেম্বর শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে আলোকচিত্র প্রদর্শীনীর উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

১৯৭১ সালে ৯ মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর আসে আমাদের কাংঙ্কিত বিজয়। আর এই ৯মাসের সংগ্রামের সময়  সারাদেশের বিভিন্ন জায়গায় কোথাও হয়েছে য্্ুদ্ধ, কোথাও মারা হয়েছে মুক্তিকামী মানুষদের। কোথাও ছিলো টর্সার সেল। এরকম নানা স্মৃতিতে ভরপর লাল সবুজের এই বাংলাদেশে। এই স্মৃতি গুলো তিলে তিলে সংগ্রহ করছেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তী।

বিকুল চক্রবর্তীর এই আলোকচিত্র, স্বারক ও তত্ত্বের সমন্বয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শ্রীমঙ্গল পুলিশ আয়োজন করে মাস ব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী। যা দেখে এ প্রজন্মের মানুষেরা খুশি।

প্রদর্শনীটি উদ্বোধনের পর থেকে ব্যাপক সারা পেয়েছেন। অসংখ্য দর্শনার্থী প্রদর্শনীটি ঘুরে দেখছেন। শ্রীমঙ্গলে বেড়াতে আসা অনেক পর্যটকের আগমনও ঘটেছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তী জানান, এটি তাঁর ৫২তম প্রদর্শনী এ প্রদর্শনীতে বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন পেক্ষাপটের প্রায় তিন শতাধিক আলোকচিত্র ও স্বারক স্থান পেয়েছে। গ্রামে গ্রামে ঘুরে তিনি এ গুলো সংগ্রহ করেছেন।

স্থানীয়দের দাবী বিকুল চক্রবর্তীর এই তথ্য, ছবি ও স্বারকের সমন্বয়ে মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী জাদুঘর তৈরী করার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com