মুক্তি পাচ্ছে : মৌলভীবাজারের কৃতি সন্তান সায়েম জাফর ইমামী নির্মিত ‘রুদ্র: দ্য স্টোরি অফ গ্যাংস্টার’

May 13, 2016,

বিনোদন ডেস্ক: আজ শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে সায়েম জাফর ইমামী নির্মিত ‘রুদ্র: দ্য স্টোরি অফ  গ্যাংস্টার’ সিনেমাটি। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন এবিএম সুমন ও পিয়া বিপাশা। বহুল আলোচিত ছিনেমা “রুদ্র” এই ছবিটি পরিচালনা করেছেন জুড়ী উপজেলার কৃতি সন্তান তরুন পরিচালক সায়েম জাফর ইমামী।

rodro-pic-04সায়েম জাফর ইমামীর কাহিনী ও পরিচালনায় রুদ্রদ্যা স্টোরী অফ গ্যাংস্টার  চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন হাল সময়ের হার্টথ্রব এবিএম সুমন, তাঁর বিপরীতে রয়েছেন নতুন নায়িকা পিয়া বিপাশা। পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, ডন, শতাব্দী ওয়াদুদ, আহমেদ শরীফ, চিকন আলী, মিতুসহ আরো অনেকে।

rodro-pic-02

সেন্সর থেকে ‘সার্বজনীন’ ছাড়পত্র নিয়ে আজ ১৩ই মে শুক্রবার ঢাকাসহ সারাদেশে সগৌরবে মুক্তি পাচ্ছে। ‘রুদ্র: দ্য স্টোরি অফ আ গ্যাংস্টার’ সিনেমাটি মুক্তি পাওয়ার খবর পেয়ে জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মুনি, জায়ফরনগর ইউনিয়নের নবনিবাচিত চেয়ারম্যান হাজী মাছুম রেজাসহ উপজেলার সকল সংস্কৃতি প্রিয় ব্যাক্তিরা সায়েম জাফর ইমামীর কাংখিত সাফল্য অর্জন ও উত্তর উত্তর সাফল্য কামনা করেছেন।

কিছু দৃশ্য দেখতে এই লিংকে ক্লিক করুন :-    “https://www.youtube.com/embed/ac9MJAUjj3E

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com