মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে ৫শত ৪২টি ভুমিহীন পরিবার পাচ্ছে পরিপূর্ণ ঘর
স্টাফ রিপোর্টার॥ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।
২১ জানুয়ারি বৃহষ্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত প্রেস ব্রিফিং করে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এ তথ্য জানান। তিনি জানান আগামী ২৩ জানুয়ারি মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই ভূমিসহ একটি পরিপূর্ণ ঘর পাচ্ছেন ৫৪২ পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলামসহ জেলার প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রথম ধাপে মৌলভীবাজার জেলায় ভূমিহীন ও গৃহহীন ১১২৬ পরিবারের জন্য গৃহ নির্মান কাজ চলছে। প্রাথমিক ভাবে সদর উপজেলায় ১ শত ৫০ টি, শ্রীমঙ্গল উপজেলায় ১ শত টি, কমলগঞ্জ উপজেলায় ৬০ টি, রাজনগর উপজেলায় ৯০ টি, কুলাউড়া উপজেলায় ৮৫টি জুড়ী উপজেলায় ৭টি এবং বড়লেখা উপজেলায় ৫০টি সহ মোট ৫শত ৪২টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে।
মন্তব্য করুন