মুহুরী রনজিতকে জেল হাজতে প্রেরণ

December 19, 2024,

স্টাফ রিপোর্টার : আদালতে অবমাননাকর কাজে লিপ্ত থাকা, দরজায় লাতি মারা ও কাটগড়া থেকে আসামী ছিনিয়ে নেওয়ার অপরাধে দায়েরকৃত মামলায় মৌলভীবাজারে মুহুরী রনজিত কুমার নাগকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর আসামী রনজিত কুমার নাগ জেলা ও দায়রা জজ আদালত মৌলভীবাজারে হাইকোর্ট বিভাগের নির্দেশ মোতাবেক স্বেচ্ছায় আত্বসমর্পন করে জামিনের জন্য আবদেন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের এ আদেশ দেন।

আদালত সুত্রে জানা যায়, বিগত কিছুদিন পূর্বে মৌলভীবাজার বারের মুহুরী রনজিত কুমার নাগের বিরুদ্ধে আদালতের সাথে অবমাননাকর কাজে লিপ্ত থাকা ও আদালতের দরজায় লাতি মারা এবং কাটগড়া থেকে আসামী ছিনিয়ে নেওয়ার অপরাধে তার বিরুদ্ধে আদালতের বেন্স সহকারী কর্তৃক দ্রুত বিচার আইনে মৌলভীবাজার মডেল থানায় বিগত চলতি বছরের ১২ সেপ্টম্বর একটি মামলা দায়ের করা হয়।

আসামী রনজিত এর পক্ষে জামিন শুনানী করেন তৃনমুল বিএনপি নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট তৈমুর আলম খন্দকার ও মৌলভীবাজার বারের এডভোকেট সানোয়ার হোসেন।

এ সময় বাদী ও রাষ্ট্র পক্ষে শুনানীতে অংশগ্রহন করেন জেলা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, জিপি এডভোকেট মামুনুর রশিদ চৌধুরী, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এডভোকেট বকসী জোবায়ের আহমদ, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট জয়নুল হক, সিনিয়র এডভোকেট আব্দুল মুহাইমিন শেফাক, এডভোকেট মাহবুবুল আলম রুহেল, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট নিয়ামুল হক, এড. সায়েদ আহমদ আদনান, এড সাইফুর রহমান মনির, এড. আব্দুর রউফ, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট তপন কান্তি দে, এডভোকেট জালাল আহমদ, এডভোকেট বিল্লাল আহমদ, এডভোকেট মতলিব আহমদ, এডভোকেট. জামাল আহমেদসহ বারের সিনিয়র ও জুনিয়র শতাধিক আইনজীবী।

মৌলভীবাজার বারের সকল আইনজীবী তার জামিন শুনানীর বিরুদ্ধে অবস্থান নিলেও বারের সিনিয়র এডভোকেট মুজিবুর রহমান মুজিব আদালতের সাথে ঘৃণীত অপরাধে জড়িত আসামীর পক্ষে জামিন শুনানীতে অংশগ্রহণ করায় বারের সকল আইনজীবীরা এর প্রতিবাদে স্লোগান দেন ও বিক্ষোভ করেন।

আইনজীবীরা বলেন, যেখানে বারের সকল আইনজীবী আদালতের সাথে ঘৃণীত অপরাধে জড়িত আসামীর বিপক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে তিনি কিছু টাকার জন্য আসামীর পক্ষে অবস্থান নেওয়া মানে সকল আইনজীবী ও আদালতের বিপক্ষে অবস্থান নেওয়ার শামিল। আসামী রনজিত যে দৃষ্টাতা দেখিয়েছে তা মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে আর কোনদিন ঘটে নি। তার মতো একজন সিনিয়র আইনজীবীর নিকট থেকে বারের আইনজীবীরা এমনটা আশা করেন নি বলেও জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com