মেঘনা লাইফ ইন্সুরেন্স এর কর্মকর্তা নির্মল দাশ আর নেই
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের নির্মল দাশ টিপু ১৭ নভেম্বর বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৮ বছর। বাবু নির্মল দাশ টিপু মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর সিলেট বিভাগের প্রধান ছিলেন। তার পিতা প্রয়াত বনমালী দাশ। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন ৪র্থ। তার স্ত্রী সুবর্ণা দেব বাহারমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তিনি মৃত্যু কালে বৃদ্ধমাতা, ৪ভাই, ৩ বোন, স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে মারা গেছেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজর পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ এর সভাপতি কামাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু মাখন লাল দাশ, সাধারণ সম্পাদক এড. রাধাপদ দেব সজল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নিহির কান্তি দেব মিন্টু, সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না, শ্রীচৈতন্য স্টাডিজ এর মৌলভীবাজার জেলা সভাপতি বাবু রসময় সূত্রধর, মৌলভীবাজার জেলার সিপিবির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, ব্যাংকার বিমান ঘোষ বিল্কু, বহুমাত্রিক লেখক ও গবেষক অমলেন্দু কুমার দাশ মিলন, কবি সৌমিত্র দেব টিটু, জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির সভাপতি বাবু রমাকান্ত ধর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. রুদ্রজিৎ ঘোষ মিশু, এড. কাঞ্চন দাশ গুপ্ত,প্রধান শিক্ষক আয়শা সাহানাজ, প্রধান শিক্ষক ফাতেমা জহুড়া বিউটি, প্রধান শিক্ষক শাশ্বতী দাস, প্রধান শিক্ষক অনুপ দেবরায়, প্রধান শিক্ষক মোরশেদ আহমদ শাহজাহান,প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক, ব্যবসায়ী ত্রিদিব দত্ত মিটু, বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী অনুপ কুমার ভট্টাচার্য্য, ত্রিনয়নী শিববাড়ী দুর্গোৎসব ১৪২৩ বাংলার সভাপতি বাবু শ্রীকান্ত সূত্রধর ও কবি পুলক কান্তি ধর প্রমুখ।
মন্তব্য করুন