মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রয়াত উপাচার্য অধ্যাপক এম. হাবিবুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

July 28, 2016,

স্টাফ রিপোর্টার॥ “অধ্যাপক এম. হাবিবুর রহমান ছিলেন সত্যিকার অর্থে একজন মানুষ গড়ার কারিগর। সমাজের উন্নয়নে তাঁর অবদান অপরিসীম। একই সাথে তিনি ছিলেন সমাজ বিজ্ঞানী, শিক্ষক, সুলেখক, গবেষক, দায়বদ্ধ বুদ্ধিজীবি, ন্যায়ের প্রতি আপোষহীন। তিনি দল-মতের উর্ধ্বে থেকে আমৃত্যু সত্যের পক্ষে কাজ করে গেছেন। অধ্যাপক হাবিবুর রহমান ছিলেন স্পষ্টভাষী, অসাম্প্রদায়িক এবং মনে প্রাণে একজন বাঙ্গালী। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের জানা উচিত।” মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রয়াত উপাচার্য এবং বিশিষ্ট সমাজ বিজ্ঞানী অধ্যাপক এম. হাবিবুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ জুলাই বধুবার মেট্রোপিলটন ইউনিভার্সিটির অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরী হলে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন।
আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রফেসর এমিরিটাস আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান এবং প্রয়াত উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান-এর জেষ্ঠ্য পুত্র এবং সিলেট সিটি কর্পোরেশন-এর নির্বাহি কর্মকর্তা এনামুল হাবিব। বক্তারা প্রয়াত উপাচার্য অধ্যাপক এম হাবিবুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উপস্থিত ছিলেন উপ-উপাচার্য কোষাধ্যক্ষ অধ্যাপক শিব প্রসাদ সেন, সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী,পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, রেজিস্ট্রার মুহম্মদ ফজলুর রব তানভীর এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে অধ্যাপক এম. হাবিবুর রহমানের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com