মেধাবী আয়েশাকে বাঁচাতে এগিয়ে আসুন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ স্বপ্ন দেখতে কে পছন্দ না করে? কার জীবনে স্বপ্ন নেই? মানুষ আশা নিয়েই বাঁচে। পৃথিবীর সব রংগুলোকে ¯পর্শ করার ইচ্ছা সব মানুষের ভিতরেই বিদ্যমান। কিন্তু কখনো কখনো কারো জীবনের এই স্বপ্নগুলোর মাঝে বাধা হয়ে দাড়ায় কিছু দুরারোগ্য ব্যাধি।
মানুষ মানুষের জন্য। আপনার জীবনেও হয়তো হতে পারে এমনটি। একটি মেধাবী মুখকে বাঁচাতে সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন।
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী আয়েশা আক্তারের জীবন বাচাঁতে এগিয়ে আসুন। দীর্ঘদিন ধরে সে হাইড্রোফালাস শান্ট নামক মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে এখন একেবারেই বিছানায় শয্যাশায়ী। আয়েশার বাবা কবির মিয়া একজন অসহায় নির্মাণ শ্রমিক। শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকায় বসবাস করে।
২০১৬ সাল থেকে প্রায় লক্ষাধিক টাকা সংগ্রহ করে চিকিৎসা করিয়ে এখন নিস্ব প্রায় ! তাই অসুস্থ আয়েশাকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন অসহায় পিতা কবির মিয়া!
তিনি জানান প্রায় দুই বছর যাবৎ সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা করিয়ে তিনি আজ সর্বসান্ত।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের প্রধান জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে মস্তিস্কের আরো একটি জটিল অপারেশন ও দীর্ঘস্থায়ী চিকিৎসা প্রয়োজন। এতে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হবে।
কিন্তু তার বাবা নির্মান শ্রমিক কবির মিয়ার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, আয়েশার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোঃ কবির হোসেন, সঞ্চয়ী হিসাব নং – এফ ৫৬, ইসলামী ব্যাংক লিমিটেড, শ্রীমঙ্গল শাখা,
বিকাশ নাম্বার- ০১৭৫৫ ১৩৫৩৭৫।
মন্তব্য করুন