মেধা তালিকায় স্থান অর্জনকারী ৪ শিক্ষার্থীকে উমরা হজসহ ১৩২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বরুণা মাদরাসা

July 13, 2024,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসায় সরকার স্বীকৃত আল-হাইআতুল উলইয়া, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)সহ বিভিন্ন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজপ্রাপ্ত (জিপিএ-৫) শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১১ জুলাই বিকেলে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হামিদনগরস্থ বরুণা মাদরাসার মসজিদে আবু বকর এর দ্বিতীয়তলায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর মহাসচিব মাওলানা মাহফুযুল হক।
বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ বদরুল আলম হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আযাদ দ্বীনী এদারার মহাসচিব মাওলানা আব্দুল বছীর, বানিয়াচং সিনিয়র ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খাঁন, সিলেট দরগাহ মাদরাসার নাযিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদি, বরুণা মাদরাসার নাযিমে তালিমাত হাফিয মাওলানা ফখরুযযামান, শায়খুল হাদীস মাওলানা খয়রুল ইসলাম, মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, মাওলানা হিলাল আহমদ, মুফতি হিফযুর রহমান ফুয়াদ প্রমুখ।
অনুষ্ঠানে আল হাইয়া বোর্ড পরীক্ষায়৪ জন শিক্ষার্থীকে উমরা সফরসহ ১৩২ জন শিক্ষার্থীর মাঝে নগত ৩ লক্ষাধিক টাকা ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
প্রসঙ্গত, বিগত শিক্ষাবর্ষে বরুণা মাদরাসার ৩৪জন শিক্ষার্থীর মেধা তালিকায় স্থান অর্জনসহ ১৫২ জন শিক্ষার্থী মুমতায (অ+) পেয়ে সিলেট বিভাগে শীর্ষ ফলাফল অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com