মেয়াদ উত্তির্ণ চা শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির বিভিন্ন অনিয়মে কারণে সংবাদ সম্মেলন
বিকুল চক্রবর্তী॥ বাংলাদেশ চা জনগোষ্টী অধিকার ৫ দফা দাবীতে আন্দোলন ফোরাম শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
২৩ মার্চ প্রেসক্লাবে মেয়াদ উত্তির্ণ চা শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির উপর বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্যদেন সংগঠনের আহবায়ক পরিমল সিং বারাইক, সদস্য সচিব গীতা কানু, সদস্য রাধাকান্ত কৈরী, রাম দয়াল গোয়ালা ও দিলীপ কুমার কৈরী।
এ সময় তারা বলেন, দুই বছর মেয়াদে বিগত ২০১৮ সালের জুন মাসে নির্বাচন হয়। এর পর এখন পর্যন্ত কোন নির্বাচন ছড়াই ওই কমিটি চা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম ধরে রেখে শ্রমিকদের কাছ থেকে উত্তোলিত টাকা অবৈধভাবে ভোগদখল করে আসছে।
তারা শ্রীমঙ্গলস্থ শ্রমঅধিদপ্তরের পরিচালক এর উপর পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা থেকে তাকে সরিয়ে নেয়ারও দাবী জানান। আগামী ৩০ মার্চের মধ্যে এ দাবী না মানলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
সংবাদ সম্মেলনে আরও বলেন, প্রায় ৪ বছর ধরে নির্বাচন বহিভুত ক্ষমতা ধরে রাখা চা শ্রমিক ইউনিয়ন নেতাদের কার্যক্রম স্থগিত করে প্রশাসনের কাছে অফিস পরিচালনার দায়িত্ব হস্তান্তরসহ
মন্তব্য করুন