মেয়র উন্মুক্ত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজারও দর্শক

February 4, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মেয়র উন্মুক্ত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে একাটুনা ব্রাদার্স ও রানার্স-আপ হয়েছে ইনাতগঞ্জ ফাইটার্স।

শুক্রবার ৩ ফেব্রুয়ারি রাতে শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য নেছার আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মো: কামরান চৌধুরী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ফয়সল আহমদ, সৈয়দ সেলিম হক, আসাদ হোসেন মক্কু,  অ্যাডভোকেট পার্থ সারথি পালসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

ফাইনাল খেলা উপভোগ করতে বিদ্যালয় মাঠে কয়েক হাজার দর্শকদের সমাগম ঘটে। টানটান উত্তেজনা আর দর্শকদের উল্লাসধ্বনির মধ্য দিয়ে খেলা শেষ হয়। মেয়র উন্মুক্ত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে একাটুনা ব্রাদার্স। রানার্স-আপ হয়েছে ইনাতগঞ্জ ফাইটার্স।

ফাইনাল খেলায় মূল আকর্ষণ ছিলেন জাতীয় চ্যাম্পিয়ন নাইম ও নিজাম। এই দুই তারকা খেলোয়াড় খেলেন একাটুনার পক্ষে। ঢাকা থেকে নিয়ে আসা আরও দুই খেলোয়াড় তানভীর ও লোকমান জুটি খেলেন ইনাতগঞ্জের পক্ষে।

চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল এবং রানার্স-আপ দলকে ফ্রিজ উপহার দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা ফাইনালসহ অন্যান্য বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়। টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে।

পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে। আগামীতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com