মেয়েদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার অনুর্ধ ১৬ মেয়েদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই শনিবার দুপুরে এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে সদর উপজেলার আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও ফিউচার ব্রাইট একাডেমির বালিকা দল কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় ফিউচার ব্রাইট একাডেমী ২৮-২০ পয়েন্ট পেয়ে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কাবাডি প্রতিযোগিতা খেলা পরিচালনা করেন জেলা কাবাডি রেফারি ফয়জুল হক মনা, স্কোরারের দায়িত্ব পালন করেন দেলওয়ার আহমদ মজুমদার চমন, সহকারী স্কোরারের দায়িত্ব পালন করেন সিদ্দিকা বেগম ও তাহেরা আক্তার পান্না।
সমাপণী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সমাজসেবক আব্দুর রকিব চৌধুরী, মৌলভীবাজার সরকারি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, মোঃ আতিকুর রহমান মজুমদার, আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ব্রজ মোহন, অফিস সহকারী কমল অধিকারী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন